রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্যু
প্রকাশিত : 09:56 PM, 13 June 2021 Sunday

রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে তোফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার খেতুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফিকুল পার্শ্ববর্তী প্রেমতলী ডুমুরিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার দিকে কৃষক তোফিকুল খেতুর গ্রামের পাশে তার জমিতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।