সেক্রেড গেইমস’ দিয়ে এলনাজ নরুজির বলিউড যাত্রা শুরু
প্রকাশিত : 10:04 AM, 18 May 2021 Tuesday

নন্দিত ওয়েবসিরিজ ‘সেক্রেড গেইমস’ দিয়ে এলনাজ নরুজির বলিউড যাত্রা শুরু হয়। অভিনেত্রী জানান বহিরাগত বলে তার ধারণা ছিল কখনই তিনি বলিউডে প্রতিষ্ঠা পাবেন না। ‘সবচেয়ে কঠিন ছিল এই জগতে প্রবেশ করা। পা রাখতেই অনেক বছর লেগে গেছে। বহিরাগত বলে আমি ভাবতেই পারিনি এই ঘটনা ঘটবে। এই যাত্রা এখনও চলছে, অচিরেই সব বাধা শেষ হবে এমন নয়, তবে অবস্থা বদলাচ্ছে,’ এলনাজ বলেন। সর্বশেষ এলনাজকে দেখা গেছে অ্যামাজন প্রাইমের ‘হ্যালো চার্লি’ চলচ্চিত্রে। একজন দর্শক হিসেবে তিনি মনে করেন ওটিটিই হল ভবিষ্যৎ, তবে অভিনয়শিল্পী হিসেবে তার মূল্যায়ন ভিন্ন। ‘দর্শক হিসেবে আমার বিশ্বাস ওটিটি হল ভবিষ্যৎ, ‘সেক্রেড গেইমস’-এর কাজ করার সময়ই আমি তা বলতাম। আরও বেশি দর্শক ওটিটির কন্টেন্ট উপভোগ করছে। সিনেমার আকর্ষণ সবসময় থাকবে। সিনেমাহল খুললে আমিও সেখানে যাব,’ ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী বলেন। তিনি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে সিনেমা বা ওটিটি কোথায় আসাকে দেখান হল তাতে আমার কোনও আলাদা পছন্দ নেই, শেষ কথা হল আমরা ফিল।মে কাজ করি দর্শকরা কোথায় দেখবে সেটি তাদের হাতে।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।