সিলেট এমসি কলেজ হোস্টেলে নারী ধর্ষণের প্রতিবাদে জুড়িতে মানববন্ধন
প্রকাশিত : 09:32 PM, 27 September 2020 Sunday

সিলেট এমসি কলেজ হোস্টেলে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নারী ধর্ষণের প্রতিবাদে ও আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে জুড়ি উপজেলার এমসি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর চৌমুহনীতে প্রাক্তন ছাত্র, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও এমসি কলেজের প্রাক্তন ছাত্র জাহিদুল ইসলাম সপু ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক, জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, সকালের সময় পত্রিকার জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, সমাজচিত্র অনলাইন পোর্টালের সম্পাদক কামরুল ইসলাম পলাশ, নারী নেত্রী খুরশেদা তাবাসসুম।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রুদ্র পাল, মৃণাল কান্তি দাশ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সেক্রেটারি এন্ড ডিএনএডিটর প্রভাষক এপেক্সিয়ান জহিরুল ইসলাম সরকার, সালেহ উদ্দিন প্রমুখ
বক্তারা অবিলম্বে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।