সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ধর্ষণ অভিযুক্ত মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত : 10:21 PM, 2 November 2020 Monday

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষন অভিযুক্ত মামলার আসামীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়,বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত আসামী ইয়াকুব ওরফে পলাশ (২১) নামে এক যুবক কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের চর-চেতুলিয়া গ্রামের আলহাজ সরকারের ছেলে।
সোমবার (২ নভেম্বর) সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর বড়হর ইউনিয়নের এক কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক রিপন কুমার সাহা জানান ধর্ষণ মামলায় অভিযুক্ত ইয়াকুব ওরফে পলাশ দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।