সাবিনা-কানন কোচিং কোর্সে
প্রকাশিত : 08:55 PM, 25 August 2020 Tuesday

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত¡াবধানে দেশে প্রথমবারের মতো বিএফএফ এএফসি কোচ এডুকের্টস কোর্স আগামী ২৭ আগস্ট থেকে অনলাইনে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কোর্সে ২০ ফুটবল কোচ অংশ নেবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন : সাবেক ফুটবলার মাহবুব হোসেন রক্সি, ছাইদ হাসান কানন, আকবর হোসেন রিদন, জয়া চাকমা, মিরোনা, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার, আব্দুর কাইয়ুম সেন্টু, ধারাভাষ্যকার মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।