সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
প্রকাশিত : 07:15 PM, 28 August 2020 Friday

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ১১ লাখ ৫ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮২ কোটি ৯৩ লাখ টাকা।
ওরিয়ন ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৬৮ লাখ ৬২ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৯ কোটি ৬৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, ব্রাক ব্যাংক, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইন্দো-বাংলা ফার্মা ও বারাকা পাওয়ার লিমিটেড।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।