সাতক্ষীরা সীমান্তে ৬ কেজি গাজা উদ্ধার করেছে বিজিবি
প্রকাশিত : 06:36 PM, 14 September 2020 Monday

সাতক্ষীরার কলারোয়ার পাশর্^বর্তী তলুইগাছা সীমান্তে ৬কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৪সেপ্টেম্বর) ভোর রাতে তলুইগাছা সীমান্তের ১২ নম্বর পিলারের পাশ থেকে টহলরত বিজিবি সদস্যরা ওই গাঁজা উদ্ধার করেন। এসময় কোন চোরাচালানী আটক হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির তলুইগাছ্ ক্যাম্পের নায়েক সুবেদার সবুর আলী জানান-তার নেতৃত্বে ১৩ নং পিলারের পাল থেকে ভোর রাতে ওই ৬ কেজি গাজা উদ্ধার করে বিজিবি। বিজিবির উপস্থিত বুঝতে পেরে চোরাকারবারীরা গাজা ফেলে রেখে পালিয়ে যা বলে ধারনা করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।