সমবায় অধিদপ্তরের সদিচ্ছায় সোসাইটির কমিটি পেল “ডেসটিনি মাল্টিপারপাস লিঃ,
প্রকাশিত : 08:25 AM, 25 June 2021 Friday

অনলাইন ডেস্ক : ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) এর নির্বাচিত কমিটি গঠনের জন্য মনোনয়নপত্র গ্রহনের তারিখ ছিল গত ২৯ ও ৩০ মে ২০২১ ইং। তার আগে ২৮ মে ‘‘দৈনিক ইত্তেফাক’’ পত্রিকায় নির্বাচনের একটি পূর্ণাঙ্গ সিডিউল প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে একটি নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে সোসাইটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। কিন্তু ২৮ জুন ভোট গননা ও ফলাফল প্রকাশ করার কথা থাকলেও করনার কারনে বিশেষ সাধারণ সভা (ইজিএম) না হওয়ায় নির্দিষ্ট সময়ের আগেই অধিদপ্তর কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।নির্বাচনে প্রার্থীদের সবাই লে. জেনারেল এম. হারুন-অর-রশিদ, বীর প্রতীক (অব:) কে সভাপতি করে কমিটিতে সকল পক্ষের যোগ্য, সৎ ও স্বেচ্ছায় শ্রম দেয়া ব্যাক্তিদের নিয়েই কমিটি গঠন করার পক্ষে ঐক্যমতে পৌছেছেন। ডেসটিনির সকল পক্ষ জেনারেল হারুন-অর-রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকায় রয়েছেন ;(১) সভাপতি পদে-সাবেক সেনা প্রধান লে. জেনারেল এম. হারুন-অর-রশিদ, বীর প্রতীক (অব:) (২) সহ-সভাপতি পদে -মোহাম্মদ জাকির হোসেন (৩) সম্পাদক পদে- আজম আলী (৪) যুগ্ম সম্পাদক পদে- মো: আমিনুল হক, (৫) কোষাধ্যক্ষ পদে- এ.টি.এম খুরশিদ আলম, সদস্য পদে-(৬) আবদুর রহিম (৭) আবুল হাসান (৮) মেসবাহ উদ্দিন (৯) খুরশিদা বানু অন্তরা (১০) মো: সাইফুল ইসলাম রতন (১১) মো: জহিরুল করিম (১২) মো: বোরহান উদ্দীন সিকদার।ডেসটিনি সূত্রে জানা যায়, উভয় পক্ষের সকল প্রার্থী একসঙ্গে বসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১২ জনকে রেখে বাকীরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। চুড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায় ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই সাবেক সেনা প্রধান লে. জেনারেল এম. হারুন-অর-রশিদ, বীর প্রতীক (অব:) কে সভাপতি রেখে তার নেতৃত্বেই গঠিত হচ্ছে ডিএমসিএসএল এর কার্যকরী পর্ষদ।‘
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।