সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছ ‘’ ঈদ মোবারাক’’
প্রকাশিত : 06:33 PM, 4 May 2022 Wednesday

এক মাস কঠিন সিয়াম সাধনার পর মুসলমানের কাঙ্খিত ঈদের আগমন হয় । ঈদ মহান আল্লাহ তালার অনেক বড় নেয়ামতের একটি দিন । ঈদের আমেজ থাকে এক সপ্তাহ ধরে ।
পুরাতন কে ভুলে নতুনকে বুকে আকড়ে ধরা হয় এই দিনে মহা আনন্দে । আত্মীয়- স্বজন ,পাড়া প্রতিবেশী ,বন্ধু- বান্ধব সকলকে নিয়ে আনন্দের জোয়ারে ভাসা হয় আনন্দের সুরে ।
বউ কুটুম পাখী তার কন্ঠে সু-মধুর আওয়াজে পরিবেশকে মনোমুগ্ধকর করে গড়ে তোলে ঈদের আমেজে ।
ঈদ এলো বছর পেড়িযে অমানিশা কাটিয়ে
আলোকিত নতুন সকালে উদয় সুখের কিনারে
সকলে মোরা সকলের তরে
ভালোবাসা বন্টিত হোক তৃণমূলে ।
ঈদের এই মনোমুগদ্ধকর আমেজের পরিবেশে বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল মানুষের জীবনে দুঃখো ঘুচিয়ে অনাবিল প্রশান্তির ছায়ায় সু-শীতল হৃদয়ে ফুল ফুটুক এক রাশি নতুন স্বপ্নকে চোথে বুনে ।
সকল কে জানাই ইদ মোবারাক ও হৃদয়ের অন্তরস্থল থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন ।
ধন্যবাদান্তে –
মীর নাছের আহম্মেদ ইমরান
সম্পাদক
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।