শৈলকুপায় সার ব্যাবসায়ীদের সমন্বয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত : 11:20 PM, 24 September 2020 Thursday

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সার ব্যাবসায়ীদের সমন্বয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন , বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী বাংলাদেশ সার ব্যাবসায়ী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হাজী জাহাঙ্গীর, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা সার ব্যাবসায়ী এসোসিয়েশনের সভাপতি নুর আলম মোল্লা প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।