শারদীয় দুর্গৎসবের মধুখালীতে সরকারী অনুদান বিতরন
প্রকাশিত : 08:54 PM, 14 October 2020 Wednesday

ফরিদপুরের মধুখালীতৈ শারদীয় দুর্গৎস উপলক্ষে সরকারী অনুদান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সাড়ে ১১টায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মধুখালী উপজেলা শাখার সভাপতি এ্যাড ঃ বঙ্কিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিকাশ রায় ও উজ্জল ঘোষের সা ালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃ মোস্তফা মনোয়ার,উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলঅ) মোরশেদা আক্তার মিনাসহ প্রমুখ। আলোচনা সভাশেষে উপজেলার ১৪২টি পুজা মন্ডপের মধ্যে ৫শ কেজী করে প্রতিটি পুজা মন্ডপে চাউল অনুদান হিসেবে বিতরন করা হয়।
ফরিদপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ড.যশোদা জীবন দেবনাথ মধুখালী উপজেলার পৌরসদরের প্রতিটি পুজা মন্ডপের জন্য ১ হাজার ৫শ এবং ইউনিয়নের প্রতিটি পুজা মন্ডপের জন্য ১ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।