লকডাউনে ব্যাংক লেনদেন চলবে আড়াই ঘণ্টা
প্রকাশিত : 08:32 AM, 5 April 2021 Monday

অনলাইন ডেস্ক::করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় আগামী ০৫ এপ্রিল থেকে সাত দিন সীমিত পরিসরে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।গতকাল রোববার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়।নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন গ্রাহকরা।আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।