রুহুল কবির রিজভীর স্ত্রী আইভী করোনায় আক্রান্ত
প্রকাশিত : 06:58 PM, 4 December 2020 Friday

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার থেকে জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।
তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও তার স্ত্রীর ছোট বোন তাহমিদা আক্তারও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিও একই বাসায় থাকেন। রুহুল কবির রিজভী তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে রিং পড়ানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করে বর্তমানে বাসায় আছেন। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন বিএনপির এই নেতা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।