রাজশাহীর পুঠিয়ায় ১২ দিন থেকে সাথী প্যাথলজির আয়া নিখোঁজ
প্রকাশিত : 07:27 PM, 13 April 2021 Tuesday

রাজশাহীর পুঠিয়ার সাথী প্যাথলজির এক আয়া (১৭)। গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২ এপ্রিল ১০’০০ টার দিকে ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে বের হয়। এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় মঙ্গলবার (১৩ এপ্রিল) নিখোঁজ তরুণীর মা’ পুঠিয়া থানায় একটি জিডি দায়ের করেছেন। নিখোঁজ তরুণীর বাড়ি চারঘাট উপজেলার বড় বালাদিয়াড় গ্রামে। সে সাথী প্যাথলজির আয়া ছিলেন।
ওই তরুণীর বাবা জানান, তার মেয়ে ১০’০০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল পুঠিয়া উপজেলার সাথী প্যাথলজি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আর বাড়ি ফিরে আসেনি। পরে ৩রা এপ্রিল প্যাথলজিতে খোঁজ করা হয়। তারা জানায় সে ওই দিন বেতন নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি। তার মোবাইল ফোনে রিং যেতো। তবে কেউ রিসিভ করতো না। বর্তমানে ফোন বন্ধ রয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী জানান, নিখোঁজ তরুণীর মা’ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। বিষয়টি গুরত্বের সঙ্গে দেখা হচ্ছে। ওই তরুণীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছে দ্রুত সন্ধান পাওয়া যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।