রাজশাহীতে সংঘবদ্ধ প্রতারকচক্রের মূলহোতা গ্রেফতার
প্রকাশিত : 07:43 PM, 20 May 2021 Thursday

:রাজশাহীর পুঠিয়ায় অভিযান পরিচালনা করে সংঘবন্ধচক্রের মূলহোতা শামীম ওসমান শামীমকে গ্রেফতার করেছে র্যাব-৫ । বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫ সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল । র্যাব জানায় গ্রেফতারকৃত শামীম চাকুরি দেওয়ার নামে প্রতারণাকারি সংঘবদ্ধ চক্রের মূলহোতা এবং বিকাশ ও ইমো হ্যাকার। সে বাঘা উপজেলার কিশোরপুর হাটপাড়া গ্রামের শামসুলের ছেলে।তার ব বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।