রাজধানীতে প্রায় সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত : 08:41 AM, 16 November 2020 Monday

রাজধানীর বাড্ডা ও যাত্রবাড়িতে প্রায় সাড়ে ১৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার গভীররাতে বাড্ডা পোস্ট অফিস গলি থেকে শপিং ব্যাগ থেকে ১১ হাজার ৮০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহ আলম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, শনিবার গভীররাতে মধ্য বাড্ডা পোস্ট অফিস গলির প্রবেশমুখে ইউলুফের নিচ থেকে ওই যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দু’জন যুবক কৌশলে পালিয়ে যান। তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহআলম জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট গোপন ইয়াবা এনে রাজধানী বিভিন্ন মাদক স্পটে বিক্রি করে আসছিল। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ ওয়ালিদ হোসেন জানান, শনিবার ভোরেরদিকে থানা পুলিশ দক্ষিণ যাত্রাবাড়ী সম্রাট কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ১৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান (২৮) নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।