ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
প্রকাশিত : 07:02 PM, 9 April 2021 Friday

অনলাইন ডেস্ক::ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে । আজ শুক্রবার দুপুর বেলায় উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যায় রাবেয়া খাতুন। বেড়ানোর শেষে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে একই গ্রামের ফকির বাড়ির সামনে যেতেই বালুবাহী একটি ট্রাক রাবেয়া খাতুনকে চাপা দেয়। এতে ঘঠনাস্থলেই রাবেয়া খাতুন মৃত্যু বরণ করে। এ দুর্ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে আসে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান, এই নারী স্বামী পরিত্যক্তা। ২০ বছর ধরে বাবার বাড়িতেই বসবাস করে আসছেন। ওই নারীর দুই মেয়ে। তাদের বিয়ে দিয়েছেন। মেয়েদের বাড়িতেই তিনি বেশি থাকতেন।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান,ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়-লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।