মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হবার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত : 02:30 PM, 15 September 2020 Tuesday

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী শাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আলী নিহতের বাবার নাম জহিরুল ইসলাম। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সুভাগাজা গ্রামে।
তিনি মিরপুর বড়বাগ এলাকায় থাকতেন। তিনি মহাখালী আমতলী এলাকার একটি কারখানায় চাকরি করতেন।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, সোমবার দুপুর ১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক।
এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।