মেট্রোরেলের যাত্রী পরিবহনে আসছে ৫০টি এসি বাস
প্রকাশিত : 11:40 AM, 14 May 2022 Saturday

আগামী ডিসেম্বরেই রাজধানীতে চালু হচ্ছে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুরু হবে যাত্রী পরিবহন। উত্তরা-মিরপুর থেকে যাত্রীরা আগারগাঁও পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছলেও অন্য গন্তব্যে কীভাবে যাবেন এবং মেট্রো স্টেশন পর্যন্ত কীভাবে আসবেন, সেই ব্যাপারেও সংশ্লিষ্টরা ভাবছেন। সেই ভাবনা থেকেই গণপরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।
এর অংশ হিসেবে আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়া থেকে মেট্রোরেলের যাত্রীদের পরিবহনের জন্য ৫০টি এসি বাস আনা হচ্ছে। সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) বাসগুলো আমদানি করবে। মেট্রোরেলে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছার পর সহজে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে বাসগুলো চলাচল করবে।
সূত্র জানায়, ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রীসেবার মান বাড়াতে চলতি বছরের ডিসেম্বর মাসে ৩২০টি এসি বাস দক্ষিণ কোরিয়া থেকে আমাদানি করা হবে। এই এসি বাসের লট থেকেই প্রাথমিকভাবে ৫০টি বাস আগারগাঁও স্টেশন থেকে নগরীর বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। এর ফলে যাত্রীরা স্টেশনে নেমে তাদের গন্তব্যে সহজে যেতে এবং স্টেশনে আসতে পারবেন। এই বাসগুলো আগারগাঁও থেকে চারটি রুটে চলাচল করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, মেট্রোরেলের যাত্রীদের সহজে স্টেশনে আসা-যাওয়ার জন্য প্রাথমিকভাবে ৫০টি এসি বাস সরবরাহ করা হবে। চাহিদার আলোকে আরও বেশি বাস লাগলে তা বাড়ানো হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।