মিজানুর রহমান ওমানে নতুন রাষ্ট্রদূত
প্রকাশিত : 08:44 PM, 2 September 2020 Wednesday

কানাডায় কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমানকে ওমানের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত মিজানুর রহমান ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি কলম্বো, মস্কো ও ম্যানচেস্টারে কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি নেদারল্যান্ড ও মিশরের রাষ্ট্রদূত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সচিব দ্বিপক্ষীয়, মহাপরিচালক প্রশাসন হিসেবে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী মিজান দুই সন্তানের জনক।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।