মাসুদ রানার কবিতা ‘সংসার করেও যাযাবর’
প্রকাশিত : 01:15 PM, 28 August 2020 Friday

তোমারে রাখিব মনে অনুদিন-অনুক্ষণ,
আমার মনের ভিতরে আছে যে মন।
তোমারে পেয়েছি আমি পুলকিত যমুনায়,
সন্ধ্যার কাছে সেথা সন্ধ্যার মায়ায়।
তোমার ছায়া দেখি আমি চাঁদের পর,
তোমার আলোয় ভরবে এবার ঘর।
বধু প্রদীপ তুলে ধর,
ভাঙা-গড়ার খেলায় আমার নেই কোন ডর।
পথিক আমি মরুভূমি মাঝে
তুমি যেন জল,
তোমাকে পাই না সেথা
মরীচিকা করে ছল।
এভাবেই লিখে যায় আমাদের নিয়তির লিপিকর,
সংসার করেও আমি তাই আজ যাযাবর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।