মালয়েশিয়া থেকে আসা প্রবাসীদের ফিরিয়ে নেয়ার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
প্রকাশিত : 05:27 PM, 8 January 2021 Friday

মালয়েশিয়া থেকে এসে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীদের ফিরিয়ে নেয়ার অনুরোধ জানান। একইসঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও মানবিক সহায়তা দেয়ার জন্য ধন্যবাদ জানান।
বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার আটকে পড়া প্রবাসী ও শিক্ষার্থীদের ফিরিয়ে নেয়ার আশ্বাস দেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।