মান্দায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক অভিযান
প্রকাশিত : 07:07 PM, 17 April 2021 Saturday

অনলাইন ডেস্ক:দ্বিতীয় দফা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতার অংশ হিসেবে মাঠে নেমেছে প্রশাসন। সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বের মতো দেশে কঠোর ভাবে লকডাউন দিতে বাধ্য হয়েছে সরকার।এর অংশ হিসেবে নওগাঁর মান্দায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং সরকারী নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষে উপজেলার সদর প্রসাদপুর, ফেরীঘাট, জোতবাজার ও দেলুয়াবাড়ী বাজারে বিশেষ অভিযান পরিচালনা এবং কিছু গরিব অসহায় মানুষকে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হালিম।এসময় বেশ কয়েকটি বাজারে দোকান মালিকগণ সরকারী নির্দেশনা সঠিকভাবে মেনে দোকানপাট বন্ধ রেখেছেন তা দেখা যায়। পাশাপাশি কয়েকজন দোকান মালিক সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে জরিমানা দন্ড আরোপ করা হয়। স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন, মান্দা । উপজেলা নির্বাহী কর্মকর্তা :আবদুল হালিম জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি এবং মান্দা উপজেলাকে করোনা মুক্ত রাখি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।