মানচিএ
প্রকাশিত : 11:10 AM, 12 February 2022 Saturday

আমি ছাপ্পান্নো হাজার বর্গমাইলের কথা বলতে এসেছি,
আমি তাজা প্রাণ আর সমভ্রমের বিনিময়ে
অর্জিত মানচিএর কথা বলতে এসেছি।
আমি বায়ান্নোর বাংলা মায়ের দামাল ছেলের রক্তে ভেজা রাছ পথ
আমি ছেষোট্রির গণ-অভ্যুথানে উঠে আসা
হাজার ও প্রাণের ছবি।
আমি এই বাংলার মায়া ভরা পথে
হেঁটে চলা হাজার ও কবি।
কত প্রাণ, কত সমভ্রম, কত তিক্ত অভিঙ্গতা
কত হাহাজারি, কত ক্রন্দন মোর মানচিএতে!
আমি স্বাধীনতার গল্প বলতে এসেছি
আমি হাড়িয়ে যাওয়া শিশু অনুরাগের কথা বলতে এসেছি,
আমি রুপকের থেমে যাওয়া বাশির আত্মকথা বলথে এসেছি।
আমি নির্ভিক সৈনিক হারুনের কথা বলতে এসেছি
আমি নুরজাহানের কত অশ্রু ঝরেছিল সে কথা বলতে এসেছি।
আমি ক্যাপ্টেন মতিউরের স্বপ্নের কথা শোনাতে এসেছি
আমি বলতে এসেছি রাখাল ছেলে জাফরের কথা।
আমি নিশাচর, আমি ঊদগ্রিব দাবানল দাহ দাহন করিয়া ছিনিয়ে আনা এক ফালি সূর্যের আস্তরন।
আমি ঘুম ঘুম চোখে অপেক্ষা রত প্রহরি কালামের কথা বলতে এসেছি।
বাংলার আকাশ-বাতাসকে ভালবেসে
যাওয়া অনবদ্য এক বিরল প্রেমের কথা বলতে এসেছি।
আমি নয়ন বারির ফোটে ফোটে জমা এক একটি সমভ্রম হাড়া মায়ের কথা বলতে এসেছি।
আমি আমার মানচিএর কথা বলতে এসেছি।
কবি-দেওয়ান মনতাজ ইমরান
বার্তা সম্পাদক
দৈনিক গণঅধিকার
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।