মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত : 10:59 PM, 5 September 2020 Saturday

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে যারা অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশও করেছেন।
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে শুক্রবার এশার নামাজের সময় বিস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণ থেকে এখন পর্যন্ত আগুনে দগ্ধ ১৬ জনের মৃত্যু হয়েছে। অর্ধ শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা এ বিষয়ে সর্বদা খোঁজ-খবর রাখছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।