মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশিত : 09:20 PM, 13 October 2020 Tuesday

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টেবার উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, অফিস সহকারী আজিজুল হক, প্রাক্তন মেম্বার এনায়েত উল্লাহ, কার্য্যসহকারী লক্ষী নারায়ন ও হান্নানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।