ভাস্কর্যবিরোধীদের কঠোরভাবে দমন করার দাবি স্পেন আ’ লীগের
প্রকাশিত : 06:54 PM, 2 December 2020 Wednesday

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের নামে স্বাধীনতাবিরোধী চক্রের হুমকি এবং রাজশাহীতে ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর দেশটির রাজধানী মাদ্রিদের লাভাপিয়েসস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ‘৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর বাংলাদেশকে মিনি পাকিস্তান বানিয়েছিল। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা স্বাধীনতা বিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ কিনা খতিয়ে দেখতে প্রশাসনের দাবি জানান।
স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল সাফার সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন।
স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক খানের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল আজীজ মবু।
বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের ঢালী, ফয়জুর রহমান বড় ভাই, বাবু শ্যামল তালুকদার, সৈয়দ মনির হোসেন, রুবেল মোহাম্মদ, নজরুল ইসলাম, স্পেন যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান, আব্দুল আজীজ সামসুল ইসলাম প্রমুখ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।