ভারতে পার্লামেন্ট ভবনে আগুন
প্রকাশিত : 09:20 AM, 17 August 2020 Monday

ভারতের সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইঞ্জিন কাজ করছে।
বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এছাড়া কর্মকর্তারা আরও বলেছে, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ নিয়ে তদন্ত চলছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।