বৈরুতের আকাশসীমায় ইসরাইলি যুদ্ধবিমানের অনুপ্রবেশ
প্রকাশিত : 03:36 PM, 1 December 2020 Tuesday

লেবাননের আকাশসীমায় বেশ কয়েকবার অনুপ্রবেশ করেছে ইসরাইলি যুদ্ধবিমান। সোমবার দেশটির রাজধানী বৈরুতসহ দেশটির কয়েকটি অঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করে ইসরাইলি যুদ্ধবিমান।
এক প্রতিবেদনে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, বৈরুত ও সুবুরবস বাসিন্দারা যুদ্ধবিমানের বুমবুম শব্দ শুনেছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান বৈরুতসহ দেশটির ছয়টি এলাকার আকাশসীমা লঙ্ঘন করেছে।
এ ছাড়া ইসরাইলি বিমান সিদন শহর ও জেজিন শহরের ওপর দিয়ে উড়ে গেছে। এই এলাকাগুলো উত্তর বৈরুতের কাছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।