বিয়ের আসরে জামাইকে একে-৪৭ উপহার
প্রকাশিত : 11:33 AM, 30 November 2020 Monday

বিয়ের আসরে সেজেগুজে বসে রয়েছে নবদম্পতি। জমকালো বিয়ে বাড়িতে অতিথিরা আসছেন। দেখা করছেন আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ দোয়া করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে এর মধ্যেই ঘটল অবাক করার মতো ঘটনা। বরের হাতে তুলে দেয়া হল একে৪৭। তবে কাউকে খুন-হত্যা করতে নয়।
বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এটা তুলে দেয়া হয়। ঘটনাটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে-৪৭ রাইফেল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।