বিদেশিদের বিনিয়োগের সুযোগ বাড়লো পুঁজিবাজারে
প্রকাশিত : 08:35 PM, 21 August 2020 Friday

দেশের পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে, বিনিয়োগ করতে পারবে প্রবাসী ও বিদেশিরা। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এর জন্য বেশ কিছু শর্ত পরিপালন করতে হবে।
পুঁজিবাজার চাঙ্গা করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নীতি সংশোধনের তাগিদ দেওয়া হয়। এর প্রেক্ষিতে এই সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিএসইসি অনুমোদিত যেকোনো ফান্ড কিনতে পারবেন বিদেশি ও প্রবাসীরা। তবে ফান্ড কেনার ১৪ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। বাংলাদেশিদের কাছে সহজে মালিকানা বিক্রি করতে পারবেন প্রবাসী ও বিদেশিরা। এসব কার্যক্রমের নিয়ম-নীতি পরিপালনের বিষয়টি নিশ্চিত করবে সংশ্লিষ্ট ব্যাংক।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।