বাঘায় শাহদৌলা সরকারী কলেজের ব্যানারে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।
প্রকাশিত : 07:50 PM, 11 October 2020 Sunday

রাজশাহীর বাঘা উপজেলাতে শাহদৌলা সরকারী কলেজের ব্যানারে সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সকাল ১১ টায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাহদৌলা সরকারী কলেজের সর্বস্তরের ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে কলেজ গেইট হতে শুরু করে বাঘা বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।” শেখ মুজিবের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই।ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই। বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই ” বিভিন্ন স্লোগান সহ হাতে ফেস্টুন লিখা দেখা যায়।
এই মানববন্ধন কর্মসূচি পালনে সার্বিকভাবে সহযোগিতা করে শাহদৌলা সরকারী কলেজের ছাত্র-ছাত্রী মাজিদুল, আরাফাত,দেবী পান্ডে,সিহাব, রিফাত,সচ্ছ পান্ডে, শিশির মাহমুদ সহ অনেকেই বলে জানা যায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।