বগুড়া র্যাবের অভিযানে সেনট্রাডলসহ দুইজন গ্রেফতার
প্রকাশিত : 06:04 PM, 8 April 2021 Thursday

অনলাইন ডেস্ক:র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ এপ্রিল ২০২১ ইং তারিখ ১৩.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর বন্ধ পুরাতন গেইটের সামনে তানিয়া ফার্মেসীর ভিতর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ করিম সরকার (৩০) পিতা- মৃত জহির উদ্দিন সাং- নলবাড়িয়া (তানিয়া ফার্মেসীর মালিক) থানা- শেরপুর জেলা- বগুড়া, ২। মোঃ রফিক মিয়া (৩০) পিতা- মোঃ আফজাল শেখ সাং- বিলধলি থানা- কাজিপুর জেলা- সিরাজগঞ্জ’কে ১০২৬ পিস সেনট্রাডল ট্যাবলেট, ০২ টি মোবাইল, ৪ টি সীম এবং ২,৫০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।