বগুড়ায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : 08:47 PM, 16 June 2021 Wednesday

বগুড়া কাহালু উপজেলার পানাই হাটপুকুর গ্রামে বাড়ির আঙিনায় চাষকৃত পাঁচটি গাঁজার গাছসহ রায়হান আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ১৬ জুন সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান আলী উপজেলার জামগ্রাম ইউনিয়নের পানাই হাটপুকুর গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। কাহালু থানার এস আই মাহাবুব আলম এক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পানাই গ্রামে মাদক ব্যবসায়ী রায়হানের বাড়ির আঙিনায় চাষ করা ৫টি গাঁজার গাছ উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত রায়হান জানায়, সে পরীক্ষামুলকভাবে গাঁজার চাষ করছিল। প্রতিটি গাছের উচ্চতা ছিল ৫ ফিট। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মাদক আইনের মামলা করে আদালতে পাঠানো হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।