ফিলিস্তিনি নারী সাংবাদিক অপহৃত
প্রকাশিত : 04:51 PM, 15 November 2020 Sunday

পশ্চিম তীর থেকে গত সপ্তাহে বুশরা তাবিল নামে এক নারী সাংবাদিকসহ ১৭ জনকে অপহরণ করেছে দখলদার ইসরাইলি সেনারা।
আপহৃতদের মধ্যে ওই নারী সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন মানবাধিকার কর্মী ছিলেন বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা। খবর প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।
এছাড়া গত ১৭ বছর ধরে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি যুবক কামাল আবু ওইয়ারের (৪৬) মরদেহ গত ১০ নভেম্বর হস্তান্তরের পর বিক্ষোভে ফেটে পরেন ফিলিস্তিনিরা।
এ বছর ইজরাইলি কারাগারে এটা দ্বিতীয় ফিলিস্তিনির মৃত্যুর ঘটনা। ইসরাইলের কারাগারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা।
ফিলিস্তিনে সম্প্রতি ইসরাইলি আগ্রাসন যে কোন সময়ের চেয়ে বেড়েছে।
ফিলিস্তিনি নারী সাংবাদিক বুশরার বাবা তার অপহৃত মেয়ের ছবি বুকে নিয়ে পশ্চিম তীরে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।