প্রাথমিকেই ঝরতে পারে শিক্ষার্থী, বাধাগ্রস্ত স্বাক্ষরতা কর্মসূচিও
প্রকাশিত : 09:01 PM, 6 September 2020 Sunday

করোনাভাইরাসের কারণে প্রাথমিক স্তরেই শিক্ষার্থী ঝরে পরার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। দুপুরে সচিবালয়ে ব্রিফিং এ স্বাক্ষরতা কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার বিষয়টিও জানানো হয়।
তবে, সব শিক্ষার্থীই যেন ক্লাস করতে পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, করোনাভাইরাসের কারণে দেশের ২১ লাখ নিরক্ষর মানুষকে স্বাক্ষরতা কর্মসূচির আনা যাচ্ছে না।
যেসব বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকছে বলেও জানান সচিব। বলেন, স্কুল খোলা না গেলে মূল্যায়নের জন্য পরীক্ষাও নেয়া সম্ভব হচ্ছেনা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।