প্রথমবার একদিনে ২ হাজার মৃত্যু ও ৩ লাখ সংক্রমণ দেখলো ভারত
প্রকাশিত : 02:54 PM, 21 April 2021 Wednesday

ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা গিয়ে পৌঁছোল ২ লক্ষ ৯৫ হাজারে। একদিনের আক্রান্তের সংখ্যা দেখলে, তারতেই নয়, বিশ্বেও সর্বোচ্চ বলে জানা যাচ্ছে। আর পরিসংখ্যান বলছে, একদিনের আক্রান্তের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। চলতি বছেরর ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮৯ হাজার ১৯৫ জন। সেই হিসেব দেখলে বুধবার রেকর্ড দৈনিক সংক্রমণ করল ভারত। বুধবার রাতের মধ্যেই সংখ্যাটা ৩ লক্ষ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।
শুধু দৈনিক সংক্রমণই নয়, একদিনের মৃত্যুর সংখ্যাতও রেকর্ড গড়ল ভারত। বুধবার ভারতে এই প্রথম একদিনে মৃত্যু ২ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। কোভিড ১৯ ভাইরাস দেশে এখনও অবধি প্রাণ কেড়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের। বুধবার ভারতে ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন দৈনিক আক্রানত্ সহ দেশে এখন অবধি মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। মোট আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।