পুত্রসন্তানের মা হলেন অনিতা
প্রকাশিত : 09:04 AM, 11 February 2021 Thursday

ভারতীয় অভিনেত্রী অনিতা হাসানন্দানী ও তাঁর ব্যবসায়ী স্বামী রোহিত রেড্ডি তাঁদের প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন। পুত্রসন্তান জন্ম দিয়েছেন অনিতা। গত বছরের অক্টোবরে এ দম্পতি সন্তান আগমনের ঘোষণা দিয়েছিলেন।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোহিত রেড্ডি এ সুসংবাদ শেয়ার করেছেন। সেইসঙ্গে যুক্ত করেছেন অনিতার একটি ছবি। ক্যাপশনে রোহিত লিখেছেন, ‘ওহ বয়।’
পুত্রসন্তানের মা হওয়ায় অনিতাকে তাঁর সহকর্মীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন। একতা কাপুর, নিতি টেইলর, সামিরা রেড্ডি, করণবীর বোহরা, হিনা খান, নকুল মেহতা, সুরভী জ্যোতি, অঙ্কিতা লোখান্ডে, মধুরিমা তুলি, ঋধি দোগরা, রাহুল শর্মা, সুকৃতি কান্দপাল, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রসহ অসংখ্য তারকা এ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
অনিতা হাসানন্দানী ও ব্যবসায়ী রোহিত রেড্ডি বেশ কয়েক বছর প্রেমের পর ২০১৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন। ২০২০ সালের অক্টোবরে মা হওয়ার ঘোষণা দেন অনিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এরপর বহু ছবি প্রকাশ করেছেন অনিতা, যেখানে তাঁর বেবি বাম্প দেখা গিয়েছিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।