পাঁচ পৌরসভায় উপনির্বাচন ১০ অক্টোবর
প্রকাশিত : 12:35 AM, 8 September 2020 Tuesday

আগামী ১০ অক্টোবর পাঁচটি পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে দুটি পৌরসভায় মেয়র পদে এবং তিনটি পৌরসভায় সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি নথি জারি করেছেন।
নথি থেকে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় মেয়রের শূন্য পদে, জয়পুরহাটের কালাই পৌরসভায় মেয়র শূন্য পদে, নোয়াখালীর হাতিয়া পৌরসভায় ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, রাজশাহীর কেশরহাট পৌরসভার ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে এবং কুমিল্লার লাকসামের ৫ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।