পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা চালু করছে থাইল্যান্ড
প্রকাশিত : 05:24 PM, 17 September 2020 Thursday

বিদেশি পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা চালু করছে পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড।
মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা একবারে ২৭০ দিনের ভিসার অনুমোদন দিয়েছে। থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা ব্যাপক।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল দেশের অর্থনীতি।
যেসব পর্যটক দীর্ঘদিন দেশটিতে অবস্থান করতে চান তাদের জন্যও দীর্ঘমেয়াদি ভিসার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে থাই মন্ত্রিসভা।
এতে বলা হয়েছে, পর্যটকরা ৯০ দিন করে মোট ৩ বার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে। এ জন্য প্রতিবার খরচ হবে মাত্র ৬৪ ডলার বা সাড়ে পাঁচ হাজার টাকা। রয়টার্স।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।