পর্যটকদের জন্য খুলছে দুবাই
প্রকাশিত : 05:35 PM, 8 October 2020 Thursday

আগামী ৭ জুলাই থেকে বিদেশি পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দুবাই। আর যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে, তারা সোমবার থেকে দেশটিতে যেতে পারবেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
দুবাই গণমাধ্যম বিভাগ রোববার জানিয়েছে, দুবাইয়ে এখন যারা আসবেন তাদের সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে। এ ছাড়া পৌঁছানোর পর পরই তাদের দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে।
স্থানীয় নাগরিক ও বাসিন্দারা মঙ্গলবার থেকে বিদেশে ভ্রমণের অনুমতি পাবেন বলেও জানিয়েছে দুবাই গণমাধ্যম কার্যালয়।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম x ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্তগুলো ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।