পরাজয়ের পর প্রথম জনসমক্ষে ট্রাম্প, ভোট বাড়ল তিনটি
প্রকাশিত : 12:26 PM, 13 November 2020 Friday

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কায় ফল ঘোষণা করা হলো। খবর দ্য হিল, বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স, গার্ডিয়ান, রিপাবলিক ওয়ার্ল্ড, ফক্স নিউজ, সিএনবিসি ও এবিসি নিউজের। আলাস্কায় ভোট গণনা শেষে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট। এ বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২১৭টি। যদিও প্রেসিডেন্ট হিসেবে ইতোমধ্যে জয় নিশ্চিত করেছেন বাইডেন। গত ৩ নবেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চারদিন পর গত শনিবার পর্যন্ত বাইডেন ২৯০টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ। ট্রাম্প পেয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।
পরাজয়ের পর প্রথমবার জনসম্মুখে ট্রাম্প ॥ প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনের ফল প্রকাশের দিন গত শনিবার থেকে লোকচক্ষুর অনেকটা আড়ালেই ছিলেন ট্রাম্প। তবে বিভিন্ন টুইট বার্তায় তিনি এখনও দাবি করছেন, নির্বাচনে কারচুপি হয়েছে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর দিবস ‘ভেটার্যান্স ডে’। অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন সামরিক কবরস্থানে যান ট্রাম্প। সে সময় ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার সঙ্গে ছিলেন। অপরদিকে, বাইডেন ভেটার্যান্স ডের অনুষ্ঠানে অংশ নেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়।
ট্রাম্পের অভিযোগের প্রমাণ মেলেনি ॥ প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে জালিয়াতি এবং ভোট চুরির অভিযোগ এনেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ৪৫ অঙ্গরাজ্যে যাচাই-বাছাই করে দেখা গেছে, এসব অভিযোগের কোন প্রমাণ নেই। প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা ৪৫ অঙ্গরাজ্যের নির্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ করেছে। সেখানে বড় ধরনের কোন জালিয়াতির কথা জানাতে পারেনি অঙ্গরাজ্যগুলো। এদিকে মার্কিন অঙ্গরাজ্য সরকারের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনে বড় ধরনের কোন জালিয়াতি ও কারচুপির প্রমাণ পায়নি তারা। অঙ্গরাজ্য সরকারের নির্বাচন অফিস স্থানীয়ভাবে নির্বাচন পরিচালনা করে।
ক্ষমতা হস্তান্তরে আইনী ব্যবস্থার কথা ভাবছে বাইডেন শিবির ॥ ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেন নির্বাচিত হলেও এখনও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু না হওয়ায় আইনী ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন বাইডেন শিবির। নির্বাচনের পর ফলকে স্বীকৃতি দিয়ে দেশটির জেনারেল সার্ভিস এ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করে। নির্বাচনের ফল স্পষ্ট হলেও এখনও সে প্রক্রিয়া শুরু করেনি জিএসএ। তাই জিএসএ’র বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা ভাবা হচ্ছে বাইডেন শিবিরের পক্ষ থেকে। নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলাও করা হয়েছে। যদিও নির্বাচন কর্মকর্তারা বলছেন, কোন জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আগামী ২০ জানুয়ারি থেকে ক্ষমতায় থাকবেন বাইডেন। তবে সরকার বদলের পর জিএসএ কখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা নেই। বাইডেন শিবিরের মন্তব্য, তাদের বিজয় এখন স্পষ্ট। ফলে এখানে কালক্ষেপণ করার কোন সুযোগ নেই।
জর্জিয়ায় ভোট পুনর্গণনার ঘোষণা ॥ বাইডেন ও ট্রাম্পের মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জর্জিয়া অঙ্গরাজ্যের ‘সেক্রেটারি অব স্টেট’ ব্রাড রাফেন্সপারগার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, অঙ্কের হিসাবে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় আমাদের সব ভোট পুনর্গণনা করতে হচ্ছে। এ সপ্তাহ শেষ হওয়ার আগেই আমরা ভোট পুনর্গণনার কাজ শুরু করতে চাই।
উচ্চকক্ষে এগিয়ে রিপাবলিকান ॥ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে (প্রতিনিধি পরিষদ) ২১৮ আসন পেয়ে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটিক পার্টি। এখনও সব আসনের ফল পাওয়া যায়নি। প্রতিনিধি পরিষদে নতুন তিনজনকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়। তারা হলেন, ওয়াশিংটনের বর্তমান প্রতিনিধি পরিষদ সদস্য কিম স্ক্রিয়ার, এ্যারিজোনার টম ও’হ্যালেরান ও ক্যালিফোর্নিয়ার জিমি গোমেজ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।