নৌকা মার্কার বিজয় ও সমর্থনের লক্ষ্য মতলব পৌর যুবলীগের সভা অনুষ্ঠিত
প্রকাশিত : 01:42 PM, 8 October 2020 Thursday

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদের নৌকা মার্কার সমর্থনে মতলব পৌর যুবলীগের এক সভা অনুষ্ঠিত হয়। গত ৭ অক্টোবর কলাদী ঘোষপাড়াস্থ প্রার্থীর নিজ বাসভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার ও সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা তফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক আহসান মৃধা, কাউন্সিলর আবুল বাশার পারভেজ, যুবলীগনেতা জাবেদ সিদ্দিকী, যুবলীগনেতা আরিফ চৌধুরী, মাইন উদ্দিন, মোশারফ হোসেন হাজরা, মোঃ জাহাঙ্গীর, মোঃ বিল্লাল, মাসুদ রানা, সাগর মাহমুদ, কাউছার আহমেদ, আবুল হাসনাত, মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ২০ অক্টোবর নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।