নোয়াখালীতে বাজার মনিটরিং অভিযান, ৪০ হাজার টাকা অর্থদন্ড
প্রকাশিত : 09:06 PM, 16 September 2020 Wednesday

নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ মনিটরিং অভিযানে ২৪ প্রতিষ্ঠানকে দুইটি মামলায় ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদী বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেঁয়াজ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা ও চিংড়ি মাছে ভেজালের জন্য একটি মাছের আড়তকে ৮ হাজার টাকা সহ ২৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন, নোয়াখালী সদর উপজেলার ভূমি কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। অভিযান পরিচালনায় সহযোগিতা করে সুধারাম মডেল থানার পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।