নোয়াখালীতে এনএসআই অভিযানে ২০ লক্ষ টাকার ভেজাল ওষুধ জব্দ, ১জনকে কারাগারে প্রেরণ।
প্রকাশিত : 09:55 PM, 10 September 2020 Thursday

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সদরে অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত টিম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আইযুবপুরে কিডনী রোগের ওষুধ কারাখানায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । এ সময় আদালত পরিচালনা করেন, সুধারাম থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ২০ লক্ষ টকার অবৈধ কিডনী রোগের ওষুধ জব্দ করা হয় এবং একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডাদেশ প্রাপ্ত,সালহ উদ্দিন মাহমুদ (৬০) সদর উপজেলার রামকৃষপুর এলাকার মৃত জয়নাল আবদীন’র ছেলে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।