নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশিত : 07:15 PM, 11 October 2020 Sunday

নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল রবিবার বেলা ১০টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
সিলিপ সরেনের সভাপতিত্বে আদিবাসী ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল বাকীসহ টুর্ণামেন্টে স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেওয়ার হোসেন টিটু আদিবাসী ক্লাবে ফুটবল উপহার দেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।