নির্বাচনে অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি
প্রকাশিত : 02:19 PM, 8 May 2022 Sunday

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে অংশগ্রহণ করবে।
দেশে গণতন্ত্র নেই, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি,উপনির্বাচন করতে বাধ্য করেছে, এটা তাহলে কিসের গণতন্ত্র?
আওয়ামী লীগ চায় দেশে একটা শক্তিশালী বিরোধীদল থাকুক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বাগত জানায়।
সড়কে দুর্ঘটনা বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, দুর্ঘটনা রোধে সরকার দ্রুত কাজ করার চিন্তা ভাবনা করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।