নামের আগে ডাক্তার লিখে জরিমানা গুনলেন পল্লী চিকিৎসক পল্লী চিকিৎসক সেলিম রেজা
প্রকাশিত : 10:02 PM, 18 April 2021 Sunday

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ ডিপ্লোমা পাশ পল্লী চিকিৎসক হয়ে নামের সঙ্গে বেআইনিভাবে ডাক্তার লিখে বিজ্ঞাপন প্রচার করায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আমির সেলিম রেজাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৮ এপ্রিল) দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সেলিম রেজা দীর্ঘদিন ধরে নামের সঙ্গে ডাক্তার পদবী ব্যবহার করে গোপালপুর বাজারে প্র্যাকটিস করে আসছিলেন। তার বিরুদ্ধে মন্দির ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ও গোপালপুর বটতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডিপ্লোমা পাস পল্লী চিকিৎসক হয়েও নামের সঙ্গে ডাক্তার পদবী লিখে বিজ্ঞাপন প্রচারের দায়ে সেলিম রেজাকে ২০ হাজার টাকা ও একই বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও মুকুন্দগাঁতী বাজারে ইফতার সামগ্রী এবং ফলের দোকানে মূল্য তালিকা না ঝোলানো ও মেমো সংরক্ষণ না করায় আরও তিনটি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।