নাটোরে দুর্গাপূজায় তিনদিন সরকারি ছুটির দাবীতে মানববন্ধন
প্রকাশিত : 05:40 PM, 19 September 2020 Saturday

নাটোর লালপুর উপজেলায় দূর্গা পূজায় তিন দিনের সরকারী ছুটির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু সেচ্ছাসেবক ও ছাত্র মহাজোট উপজেলা শাখা। শুক্রবার দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার ঐতিহাসিক কড়ই তলাই এ মানববন্ধন করা হয়।
শ্রীশ্রী লক্ষী নারায়ণ কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় ভদ্র টুটু এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুরোহিত ও সেবাহিত কল্যান পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার আচার্য। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু মাহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র, বাংলাদেশ হিন্দু মাহাজোট লালপুর উপজেলা শাখার কার্য নির্বাহী সভাপতি পল্লব কুমার বাগচী, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, সাংগাঠনিক সম্পাদক দিপ্ত সাহা, বড়াইগ্রাম আদিবাসী পরিষদের সভাপতি জাদু কুমার দাস, বিদ্যুৎকুমার ঘোষ প্রমূখ। মানববন্ধনে বক্তরা দূর্গা পূজায় সরকারী ছুটি এক দিনের পরিবর্তে তিন দিন করার দাবী জানান সরকারের কাছে। মানববন্ধন শেষে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গোপালপুর শ্রীশ্রী লক্ষী নারায়ণ কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।