নওগাঁর আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
প্রকাশিত : 08:48 PM, 15 September 2020 Tuesday

নওগাঁর আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জামাই ও শ্বশুরের সাজা দেওয় হয়েছে। সাজাকৃতরা হলো সাইদুল ইসলাম(৪৯) ও মেহেদী হাসান(২০)।
জানাযায়, সোমবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর গ্রামে সাইদুল ইসলামের মেয়ের সাথে মিরাপুর গ্রামের কুদ্দুর হোসেনের ছেলে মেহেদী হাসানের বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। গোপন সংবাদ পেয়ে আত্রাই থানার এস আই মোস্তাফিজুর ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম উপস্থিত হয়ে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে শ্বশুর সাইদুল ইসলামকে ১৫ দিনের সাজা এবং জামাই মেহেদী হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।